আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে সব রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে সুফিবাদী রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আজ শনিবার রাজধানীতে শোডাউনের করেছে।
এদিন দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকার রাজপথে গণমিছিল করে দলটি। প্রায় ৫ বছর পর দলের আঁতুড়ঘর চট্টগ্রামের বাইরে বড় ধরনের কর্মসূচি দিল তারা।
আজ (৩১ ডিসেম্বর) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফ্রন্টের জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে কাউন্সিলে দুই হাজারের বেশি ডেলিগেট যোগ দেন। সব মিলিয়ে সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় অর্ধলাখের বেশি নেতাকর্মীর জমায়েত হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সকাল ১০টায় শুরু হয় সম্মেলন। প্রথম অধিবেশন শেষে দুপুরে বের করা হয় গণমিছিল।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
সম্মেলনে অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননসহ ১৪ দলীয় জোট ও মহাজোটের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জোটগত রাজনীতিতে আসন্ন নির্বাচন নিয়ে নতুন সমীকরণের আভাস মিলতে পারে বলে ধারণা রাজনীতি সংশ্লিষ্টদের।
হেফাজত ও জামায়াত-শিবিরবিরোধী হিসেবে পরিচিত এ দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভক্ত রয়েছে বন্দরনগরীতে। দলের মহাসচিবসহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতার বসবাসও চট্টগ্রামে। নির্বাচন কমিশন নিবন্ধিত দলটির স্থানীয় কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়। দেশের প্রায় ৪০টি জেলায় তাদের কমিটি ও কার্যালয় রয়েছে।
+ There are no comments
Add yours