বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে মাঈনুল হাসান তুষার।
উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, ধানের শীষ প্রতীকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রাজনৈতিক নানা টানাপোড়নে বিএনপির আরও ছয়জন সংসদ সদস্যের সঙ্গে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াও দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা দিয়ে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়।
সংসদ সদস্য থেকে পদত্যাগের পর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ নিয়ে চলছে নানা গুঞ্জন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও অসন্তোষের গুঞ্জন ছড়িয়েছে।
+ There are no comments
Add yours