সবার আগে নববর্ষ বরণ করল সামোয়া

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় কিছু দেশ। সেই হিসেবে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন ইংরেজি বছর ২০২৩-কে স্বাগত জানালো প্রশান্ত মহাসগারীয় দ্বীপপুঞ্জ সামোয়া।

প্রায় একই সময়ে নতুন বছর বরণ করে নিয়েছে একই অঞ্চলের টোঙ্গা ও কিরিবাতি। এরপর নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড।

আন্তর্জাতিক মান সময় অনুযায়ী শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টায় নববর্ষ বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরীয় তিন দ্বীপ দেশ সামোয়া, টোঙ্গা ও কিরিবাতি। এরপর ৫টা ১৫ মিনিটে বরণ করে নিউজিল্যান্ডের চ্যাটাম আইল্যান্ডস। সন্ধ্যা ৭টায় রাশিয়ার ভোট কিছু অঞ্চল ও আর ও সাত স্থানে নববর্ষ বরণে করা হয়েছে।

একসময় সবার আগে নতুন বর্ষে ঢুকে পড়তো কিরিবাতি নামের দ্বীপটি। দ্বীপটি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাটির দুই অংশে থাকত দুই তারিখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours