ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত বছর থার্টি ফার্স্ট নাইটে ফানুস ও আতশবাজি ওড়ানোর কারণে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।
তবে ডিএমপির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইটের সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটতে থাকে পটকা ও আতশবাজি। অন্যদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হচ্ছে ফানুস। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, সবুজবাগ, শেরেবাংলা নগর, পশ্চিম রাজাবাজার ও মোহাম্মদপুর এলাকায় সরেজমিন এ চিত্র দেখা যায়।
এ বিষয়ে শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি-পটকা ফোটানো যাবে না, ফানুশ ওড়ানো যাবে না। আপনারা জানেন ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। তাই স্ট্রিক্টলি অনুরোধ করছি যাতে কেউ ফানুশ না ওড়ায়। ফানুশ উড়ালে প্রয়য়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours