মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৬ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
+ There are no comments
Add yours