একটি বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে মো. আব্দুল হান্নান (৫৫) নামের এক প্রতারককে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
গতকাল (৩১ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের নতুনহাট এলাকা থেকে আটক করা হয় তাকে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল হান্নানসহ ৫ জনের একটি চক্র বিগত কয়েক বছর ধরে দরিদ্র মানুষদের সাথে প্রতারণা করে আসছে। তারা নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
জানা গেছে, মো. আব্দুল হান্নান ২০২১ সালে একটি বাহিনীতে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পেরে অভিযোগ করলে আটক করা হয় তাকে।
+ There are no comments
Add yours