ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠনটি।
আজ (১ জানুয়ারি) সম্মেলন উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ছাত্রদল। শুধু তাই নয়, ছাত্র সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসার ব্যবস্থা করতে সড়কে কার্পেট বিছানো হয়েছে।
ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। অন্য পাশের সড়কেও সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে যানচলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতি সামনে রেখে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে হিসেবে আজ সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এদিন সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর বেলা১১ টার পর থেকে নয়াপল্টন সড়কে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
ছাত্রদলের এই ছাত্র সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনার দায়িত্বে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
+ There are no comments
Add yours