সারাদেশের ন্যায় ফটিকছড়ি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ (০১ জানুয়ারি) ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির সভাপতিত্বে সকাল ১১টায় এই কর্মসূচি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। মাস্টার সৈয়দ গোফরানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ মোঃ সেলিম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুল কবির সহকারী, কর্মকর্তা মোঃ হাসান মুরাদ চৌধুরী, সহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম,ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ ইউছুফ, ফটিকছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যলেয়র প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া,সহকারী শিক্ষক মোঃশাহজাহান,মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মহি উদ্দিন চৌধুরী।
এ সময় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মরাই হবে আগামীর ২০৪১ সালের উন্নত দেশের বা স্মার্ট বাংলাদেশের নগরিক।তিনি আরো বলেন শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সমনে নিয়ে সোনার বাংলা বিনির্ম্নে নিজকে আর্দশ ও সুনাগরিক হতে হবে। তিন আরো বলেন মিনিষি নিপোলীয়ন বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতী উপহার দিব।
+ There are no comments
Add yours