ডিসেম্বরে পণ্য রপ্তানিতে রেকর্ড আয়

Estimated read time 1 min read
Ad1

সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে পণ্য রপ্তানি থেকে রেকর্ড পরিমাণে আয় করেছে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী, ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়। যদিও চলতি বছরের নভেম্বরে প্রথমবারের মতো রপ্তানি আয় ছাড়িয়েছিল ৫০০ কোটি ডলার।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। সে হিসাবে ডিসেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই মাসের চেয়ে বেড়েছে ৯.৩৩ শতাংশ।

যদিও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে সদ্য সমাপ্ত ডিসেম্বর। ওই মাসে লক্ষ্যমাত্রা ছিল ৫৪২ কোটি ১০ লাখ ডলার।

আজ (২ জানুয়ারি) ইপিবি’র প্রকাশিত হালনাগাদ তথ্যানুসারে আরও দেখা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৮ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম ৬ মাসে রপ্তানি আয়ে প্রধান খাত তৈরি পোশাক। ছয় মাসের হিসাবে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫.৫৬ শতাংশ। ওই সময় পোশাক খাতে মোট রপ্তানি হয়েছে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে নিট পোশাক থেকে ১২৬৫ কোটি ৯৬ লাখ ডলার ও ওভেন পোশাক রপ্তানিতে এসেছে ১ হাজার ৩৩ কোটি ৭০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours