
সোহরাব ইসলাম সানি
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার একটি বাসা থেকে নূর টিনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ইং নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার দিকে আকবরশাহ থানাধীন গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা থেকে নুর টিনা নামে মানসিক তরুনীর লাশ উদ্ধার করা হয় ।
নুর টিনা বিগত ছয় মাস যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী।
নূর টিনা গাইবান্ধা জেলার পূর্ব প্রতাপ সদুল্যাপুর এলাকার মো. আল আমিন এর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানিয়েছেন, গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা থেকে নূর টিনা নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্ত পাওয়া সাপেক্ষে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। আমরা নেপথ্য কারণ অনুসন্ধানে কাজ করছি।
+ There are no comments
Add yours