চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বলেছেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে নৌকাকে পরাজিত করতে ভূমিকা রেখেছিল আওয়ামী লীগেরই কিছু নেতাকর্মী।
আসন্ন ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনেও নৌকার বিরুদ্ধে কাজ শুরু করেছেন তারা। তবে এবার আওয়ামী লীগের পদে থেকে নৌকার বিরোধিতা করলে আর কোনো ক্ষমা নেই।
আজ (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁনের হাতে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এই এমপি।
নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নৌকার জয়জয়কার ছিলো। অথচ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারণে এখানে নৌকার পরাজয় হয়। এবার যদি এমন কিছু হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হবে, তাদের জন্য যাতে আজীবন ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। আশা করি, এবার সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে প্রধানমন্ত্রীকে নৌকার জয় উপহার দেওয়া যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ঢাকা পোস্টকে জানান, বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
+ There are no comments
Add yours