চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ১৯৪ দশমিক ১৮ একর জমি উদ্ধার করা হয়েছে।
আজ (৪ জানুয়ারি) উপজেলার ফৌজদারহাট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে বেলা ৩টা পর্যন্ত।
জেলা প্রশাসন জানায়, সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজার এক নম্বর খাস খতিয়ানের ১ নম্বর দাগের বিশাল জমি দখল করে রেখেছিল একটি চক্র। বুধবার সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
এ সময় শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান-প্রতিষ্ঠান মিলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে দৃষ্টিনন্দন দুটি পুকুর উদ্ধার করা হয়। পরে সেখানে লাল পতাকা ও সাইনবোর্ড সাঁটানো হয়।
+ There are no comments
Add yours