হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০ উদ্বোধন 

Estimated read time 1 min read
Ad1

সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম
প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতিথ এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তিন দিন ব্যাপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হবে।
সারাদেশের ন্যায়ে চট্টগ্রামে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়েজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদ্বোধন  করা হয়।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধণ করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃশরীফ উল্ল্যাহ।

এই সময় প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা ষ্টেষন অফিসার মোঃইফতিখার উদ্দীন ,সাংবাদিক সুমন পল্লব, লিডার মোঃসাদেক হাসান,লিডার মোঃফজল মিয়াসহ দপ্তরে সকল সদস্যবৃন্দ।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours