স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্টে বাংলাদেশের মানুষের ওপর কোনো প্রভাব পড়বে না। কেননা আমাদের দেশের প্রায় ৯৮ ভাগ লোক ভ্যাক্সিনেটেড। আমরা বলতে পারি যে তারা সুরিক্ষত। যে ভ্যারিয়েন্ট আছে এটুকু যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আমাদের দেশে এখনই চিন্তার কোনো কারণ নেই। তবে আমাদের সজাগ থাকতে হবে।
যে সমস্ত দেশে এই ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে, নতুন করে সংক্রমিত হচ্ছে, সেই দেশে যারাই যাবে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যারা টিকা নেয়নি তাদেরকে ৩য় এবং ৪র্থ ডোজ টিকা নিতে হবে।
আজ (৫ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কারখানার নতুন ভবন উদ্বোধন ও কর্মকর্তা শ্রমিক-কর্মচারীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের পরিচালক সাবানা মালেক, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মশি উদ-দুজা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আকবর আলী খান প্রমুখ।
+ There are no comments
Add yours