আইনি বৈধতা না থাকায় রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কমিটি করা হয়েছে। সংসদে নীতিমালা পাশ হলেই তালিকাটি প্রকাশ করা হবে।
আজ (৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞায় রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ৯ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এসময় তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই শেষ। এখন আপিলের শুনানি চলছে। তালিকা নামভুক্ত করতে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভাতা গ্রহণকারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির ব্যবস্থা না হলেও ভাতা ফেরত নেওয়া হবে।
শুক্রবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন মাঠে জুমার নামাজ পড়ান মক্কা শরিফের রেফায়ী মসজিদের খতিব মতাসিম বিল্লাহ রাফাত। এতে অংশগ্রহণ করেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলন শেষে ইসলামিক সংগীত পরিবেশন করেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরব।
+ There are no comments
Add yours