দেশের বিচার ব্যবস্থা কি সরকারের অধীনে কি না তা নিয়ে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিচার ব্যবস্থা কি পরাধীন? দেশের বিচার ব্যবস্থা কি সরকারের অধীন? সরকারের কত লোক আজ কারাগারে।
সরকারের কত লোক দুদকের মামলায় হাজিরা দিচ্ছে। তারপর দুদকের মামলায় অনেকেই কারাগারে আছেন। অনেকে কনভিক্টেড হয়ে গেছে। আমাদের এখানে তো বিএনপিরও অনেকে জামিন পাচ্ছে। পায়নি?
আজ (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা সারা দেশে যেমন ছিলাম, এখনও তেমনই থাকব। বিএনপির নেতৃত্ব নিয়ে তিনি বলেন, কে লিড করবে এই আন্দোলন? কে লিড করবে আগামী নির্বাচন? যে দুই জনের কথা বলবেন তারা তো যোগ্য না।
বিএনপির জোটের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি কাউকে উপহাস করছি না। অনেকের সাইনবোর্ডও নেই, অনেকে লেটারে আছে। তারা এক হবে।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে জনসমাগম করার জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন। কে নেতৃত্ব দেবে এই আন্দোলনকে? কে নেতৃত্ব দেবে আগামী নির্বাচনে? সেই লোকটি কে? তারা তো নির্বাচনের যোগ্য না। যে দুইজনের কথা বলবেন। একজন লন্ডনে, আরেকজন জেলে। জেলে মানে শেখ হাসিনার উদারতায় বাসায় আছেন। কিন্তু সি ইজ কনভিক্টেড।
ওবায়দুল কাদের বলেন, আসলে দেশে ফিরে আসার সৎ সাহস তার (তারেক রহমান) আছে বলে বাংলাদেশের লোক এখন আর বিশ্বাস করে না।
তিনি বলেন, আপনি আমাকে বারবার মারবেন, আমি চুপ করে থাকব? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? এটা কি হয়? এটা হয় না। আমরা সারা দেশেই আগে যেমন ছিলাম তেমনি সতর্ক অবস্থায় থাকবো।
+ There are no comments
Add yours