ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
কুয়াশা কমলে আজ (৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এখন ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো পার করা হচ্ছে।
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।
গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যমুনা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে আটকা পরে। পরে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
+ There are no comments
Add yours