সেকেন্ড ওয়েভের ধাক্কা আসতে শুরু করেছে, সবাই মাস্ক পরবেন’ – প্রধানমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

খবর ডেস্কঃ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ এরই মধ্যে আমাদের দেশেও আসতে শুরু করেছে বলে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে সচেতন থাকতে এবং সংক্রমণ এড়াতে সবাইকে মাস্ক পরতে আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকারে দেখা দিয়েছে।

ইউরোপ-আমেরিকায় কিন্তু দ্বিতীয় ওয়েভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে।

তাই আমাদের সচেতন হতে হবে।
যেখানে একটু বেশি লোকজনের সমাগম, সেখানে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে থাকবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ এই অধিবেশন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours