জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
আজ (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এ প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব।
উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।
+ There are no comments
Add yours