ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বোতলজাত পানির দাম নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি রাখায় একটি রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ (৮ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, মেলায় তদারকি অভিযান চলছে। এক ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে একটি রেস্টুরেন্টকে (খাবার দোকান) জরিমানা করা হয়েছে। রেস্টুরেন্টটি বোতলজাত পানির দাম ৫ টাকা বেশি রেখেছিল।
নির্ধারিত মূল্য ছিল ২৫ টাকা, ভোক্তার কাছ থেকে রেখেছে ৩০ টাকা। এ বিষয়ে একজন ভোক্তা মেলার অস্থায়ী কার্যালয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়, পাশাপাশি সতর্ক করা হয়েছে যেন পরে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতার কাছে বেশি দাম না রাখে।
এর আগে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ‘হল বি’তে ভোক্তা অধিদপ্তরের অস্থায়ী কার্যালয় করা হয়েছে। ভোক্তা কোনো পণ্য, খাবার ও সেবা ক্রয় করে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হলে অধিদপ্তরের মেলা কার্যালয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours