বগুড়ার দুই আসনে হিরো আলমসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

Estimated read time 1 min read
Ad1

হলফনামায় দেওয়া তথ্যে বিভিন্ন গড়মিল থাকায় বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ (৮ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এই আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়া ৪ ও ৬ দুটি আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাইয়ে মোট ২২ জনের মধ্যে বাদ পড়েছেন ১১ প্রার্থী। বাতিলদের মধ্যে বগুড়া ৪ আসনের পাঁচজন এবং ৬ আসনের ছয়জন প্রার্থী রয়েছেন।

এর মধ্যে দুই আসনে বাদ পড়েছেন বহুল আলোচিত ইউটিবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বাতিলকৃতদের মধ্যে রয়েছেন দুই বিএনপি নেতাও।

রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে এই আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ঘোষিত তফসীল অনুযায়ী শূন্য হওয়া আসনগুলোয় নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours