
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রয়ের দায়ে দোকানিকে ১১’শ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে একজন ক্রেতা ফোনে জানালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন অভিযান পরিচালনা করেন।
বড় ব্যবসায়ী থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। বিভিন্ন দোকান ও বাজার গুলোতে কয়েকগুন বেশি দামে বিক্রয় করছে পেঁয়াজ। ৫৮ টাকার পেঁয়াজ বিক্রয় করছে ৮০ টাকায়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘একজন ক্রেতা ফোনে জানান হাটহাজারী বাসস্ট্যান্ডে রাজিব নামের এক মুদী দোকানি ৫৮ টাকায় পেঁয়াজ কিনে ৮০ টাকা একদামে বিক্রি করছেন।
তাৎক্ষণিক ছুটে গিয়ে কয়েকটা দোকানে চেক করে দেখি আজকে পেয়াজের পাইকারি ছিল ৫৮ টাকা। তখন দোকানিকে ১১’শ টাকা জরিমানা করা হয়।’বেশি দামে পেঁয়াজসহ যে কোন পণ্য বিক্রয় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours