গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে ১০ বিভাগে যাচ্ছে বিএনপি

Estimated read time 1 min read
Ad1

সারাদেশে বুধবার (১১ জানুয়ারি) গণ-অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। এতে অংশ নিতে ১০টি সাংগঠনিক বিভাগে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। 

আজ (১০ জানুয়ারি) ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা নিজ-নিজ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক বিভাগে যাবেন। গণ-অবস্থান কর্মসূচি আগামীকাল বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে দলনেতা, জেলার নেতা, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুগ্ম-মহাসচিবসহ সব পর্যায়ের নেতারা অংশ নেবেন।

বিএনপি দপ্তরের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে জানান, ঢাকা গণ-অবস্থান কর্মসূচিতে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

তিনি আরও জানান, সিলেট বিভাগের গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজশাহীতে গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এছাড়া ময়মনসিংহ বিভাগে নজরুল ইসলাম খান, চট্রগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ফরিদপুরে অ্যাডভোকেট আহমদ আজম খান অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours