মিষ্টির দোকানে ক্রেতা-বিক্রেতার মধ্যকার বচসাকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফায়দা লোটার পরিকল্পনাকারীদের শনাক্তে জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
আজ (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক।
জাহাঙ্গীর হোসেন বলেন, লঞ্চঘাটের একটি হোটেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটিকে নিয়ে কিছু লোক গুজব ছড়িয়ে দিয়েছিল। তারা ঘটনাস্থলে আসা মানুষদের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ভিডিও প্রকাশ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
গুজব সৃষ্টিকারীরা তাদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। এদেরকে চিহ্নিত করতে কাজ চলছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সামাজিক সম্প্রীতি কমিটির ডাকা জরুরি সভায় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সকল সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours