বিএনপির গণ-অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে ক্ষমতাসীন দলের কর্মসূচির কারণে গুলিস্তান এলাকায়ও যান চলাচল ব্যাহত হয়।
আজ (১১ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় রাজধানীর পল্টন, শান্তিনগর, কাকরাইল, রামপুরা, মতিঝিল ও মৎস্য ভবন এলাকার সব সড়কে যানজটের চিত্র দেখা গেছে।
বিকেল থেকে পল্টন এলাকায় যান চলাচল শুরু হলেও জটের রেশ রয়ে যায়। পল্টন থেকে সৃষ্ট যানজট একদিকে যেমন মতিঝিল পর্যন্ত পৌঁছেছে অন্যদিকে শান্তিনগর হয়ে রামপুরা পর্যন্ত গাড়ি প্রায় থেমে আছে।
গুলিস্তানে ক্ষমতাসীন দলের কর্মসূচি থাকায় ওইদিকেও দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। যানজট গুলিস্তান থেকে পুরানা পল্টন হয়ে মৎস্য ভবন পর্যন্ত গিয়ে ঠেকেছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ রাজধানীতে গাড়ির চাপ বেশি। বেশ কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ায় যানজট বেড়েছে। তবে রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশ কাজ করছে।
+ There are no comments
Add yours