চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে ফটিকছড়ির বানিজ্যিক জনপদ খ্যাত নাজিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্টিত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
১১ জানুয়ারী এ বিষয়ে আলাপচারিতায় এমনটাই আভাস দিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় বর্তমান পৌর পরিষদের মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ মে।
আইন অনুযায়ী মেয়াদ পূরনের তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সে ক্ষেত্রে ভোট গ্রহণ এপ্রিলের যে কোন সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা বেশী ছিল। ক্যালেন্ডার ঘেটে দেখা যায় ২৩ মার্চের দিকে রোজা শুরু হয়ে এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।
ঈদের পরে সময় স্বল্পতার কারনে ভোট গ্রহন সম্ভব হবেনা। রমজান মাসে দেশে নির্বাচন আয়োজনের নজির নেই বললেও চলে। সবকিছু মিলিয়ে প্রতীয়মান হচ্ছে সামনের মার্চেই মাঠে গড়াতে যাচ্ছে নাজিরহাট পৌরসভার দ্বিতীয় নির্বাচন।
সে লক্ষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসীল ঘোষণা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যে ২০১৮ সালের ২৯ মার্চ নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৪ মে নির্বাচিত মেয়র – কাউন্সিলরদের শপথ গ্রহণ এবং একই দিন প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।
+ There are no comments
Add yours