বাবা সিরাজুল মারা গেছেন, খোঁজ নেই সাহেদের

Estimated read time 1 min read

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ জুলাই ২০২০, ০১:৩৪
আপডেট: ১০ জুলাই ২০২০, ০৯:১২
Ad1

মো. সাহেদ ওরফে সাহেদ করিমমো. সাহেদ ওরফে সাহেদ করিমরিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বাবা সিরাজুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজুল যে হাসপাতালে ভর্তি ছিলেন, সে হাসপাতালের শীর্ষ একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিরাজুল করিম মারা যান। তাঁরা সাহেদের স্ত্রীর ফোন নম্বর যোগাড় করে সিরাজুল করিমের মারা যাওয়ার খবর দেন। পরে তাঁর মনোনীত দুজন ব্যক্তি এসে মৃতদেহ নিয়ে যায়। দুজনের কেউই তাঁদের নিকটাত্মীয় নন।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। সংকটাপন্ন অবস্থায় সিরাজুল একাই হাসপাতালে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদ বা তাঁর প্রতিষ্ঠানের কাউকে খুঁজে না পাওয়ায় বিপাকে পড়ে। সমস্যা এড়াতে তারা জিডি করে।

করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। পরদিন সাহেদকে এক নম্বর আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours