শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

Estimated read time 0 min read
Ad1

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস সুরিয়া ও আইসিজিএস রাজভির নামে দুটি জাহাজ।

আজ (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ। বাংলাদেশ ভারত সমুদ্র সীমার শূন্য রেখা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং চট্টগ্রাম বহির্নোঙ্গর পর্যন্ত স্কর্ট প্রদান করে নিয়ে আসে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় ‘বিসিজিএস শ্যামল বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং স্কর্ট প্রদান করে চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে। এ সময় কোস্ট গার্ডের সুসজ্জিত বাদক দল কর্তৃক বাদ্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানানো হয়।

ভারতীয় কোস্ট গার্ডের আসা জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাভিন্দ্র কুমার ও সিওএমডিওটি (জেজি) ভেনকাটেশার থাপ্লিয়াল অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আসা জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে পরিবেশ দূষণ রক্ষায় (ওয়াটার ও অয়েল) ভারতীয় কোস্টগার্ডে ভারতীয় কোস্ট গার্ড জাহাজদ্বয়ে ব্যবহৃত সরঞ্জামাদি ও কর্মপরিধির ওপর একটি বিশেষ ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে।

সফরকালে ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল ও বাস্কেটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours