
কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু আহমেদ (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সাজু এই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে সে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজু ওই ভবনেই থাকতো। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এলাকায়।
+ There are no comments
Add yours