ফরিদপুরে খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি ও সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কোর্ট চত্বর এলাকায় ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম। এ সময় অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার রাতের ভোটের সরকার, নিশিরাতের সরকার। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং যারা এ প্রতিবাদ করছে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া ওরফে স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতাকর্মী।
+ There are no comments
Add yours