ফটিকছড়ি উপজেলার ভূজপুর থেকে ৭০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এসময় তার সাথে থাকা একটি প্রাইভেট কারও জব্দ করে র্যাব।
আটককৃত মাদক কারবারির নাম মনি বেগম ওরফে ইয়াসমিন আক্তার (৪৫) ভূজপুর থানাধীন দাতমারা ইউনিয়নের জুজখোলা এলাকার শফিউল আলমের স্ত্রী।
র্যাব-৭ সূত্রে জানা যায়, নারায়নহাট এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের খবর পেয়ে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত সাক্ষীদের দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে থাকা একটি প্রাইভেটকারের ব্যাকঢালার ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল এবং বসতঘরের স্টোর রুম থেকে ৫টি বস্তায় মোট ৭০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে পরবর্তীতে ভুজপুর ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে জব্দকৃত প্রাইভেটকারটি ব্যবহার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours