চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুলকে নিয়ে অপপ্রচারের দায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. হারুনুর রশিদ ওরফে বডিবিল্ডার হারুন। তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে। তার বাবার নাম মৃত ছিদ্দিক আহমেদ।
আজ (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুন নগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়। লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ফজলে এলাহী আরজু বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন চৌধুরী মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে হারুনুর রশিদকে একমাত্র আসামি করা হয়।
+ There are no comments
Add yours