১০ দফা দাবি বাস্তবায় নে লক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে পুলিশের বাঁধার মুখে বিএনপির দু’ গ্রুপের বিক্ষোভ সমাবেশ।
আজ সকাল থেকে সেনবাগ পৌর শহরে ক্ষমতাশীন আওয়ামীলীগের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।
এসময় বেশ কিছু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারনে কোন সংঘাতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সেনবাগ ডাক বাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের দক্ষিন বাজার দলীয় কার্যালয়ের সামনে পৌছলে পুলিশ মিছিলটিকে বাঁধা দিয়ে আটকিয়ে দেয়।
এসময় বিএনপি দলীয় কার্যালের সামনে প্রতিবাদ সমাবেশে মধ্যে দিয়ে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করে। উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুলাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, মোঃ শহিদ উল্লহ, উপজেলা বিএনপির সদস্য মোঃ হুমায়ুন কবির হুমু, কাউন্সিলর মোঃ বেলাল হোসেন বেলা, পৌর বিএনপির সদস্য রহিমুল্লাহ চৌধুরী সুজন, সাবেক কাউন্সিলর মোঃ মনির, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, উপজেলা বিএনপি যুবদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সদস্য সচিব সাহাব উদ্দিন রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি সানাউলাহ।
একই সময়ে বিএনপির অপর গ্রুপের নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে তার অনুসারি বিএনপির নেতাকর্মীরা শহরের উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ করতে চাইলে পুলিশ ব্যরিকেড দিয়ে তাদের আটকিয়ে দেয়।
পরে তারা সেনবাগ সরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল হক, সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, পৌর বিএনপির সদস্য ভিপি মফিজ, বিএনপি নেতা শফিক চৌধুরী, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন হায়দার।
অপরদিকে, সম্ভাব্য সংঘাত ও সহিংসতার আশংকায় সকাল থেকে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা যুবলীগের আহবায়ক আসম জাকারিয়া আল মামুন, আওয়ামীলীগ নেতা কামাল চৌধুরী, ছাত্রলীগের শোয়েব ও ফয়সালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় তারা সেনবাগ পৌর শহরের জিরো ফয়েন্ট থানার মোড় অবস্থান।
+ There are no comments
Add yours