অবশেষে বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বাফুফে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে। দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ) মৌখিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
বাফুফের একাধিক কর্মকর্তা ও সচিবালয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা আসছে, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের অন্যতম এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আর্জেন্টিনা বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছে এটা ঠিক কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। ফলে এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আমরা আর্জেন্টিনার সফরের সামগ্রিক অবস্থান সম্পর্কে আগামীকাল বিস্তারিত তুলে ধরব।’
এক দশকেরও বেশি সময় আগে বাংলাদেশে পা রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ খেলতে আসা দলটা তখন বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। তবে দর্শকদের মন ঠিকই মাতিয়ে গিয়েছিল।
+ There are no comments
Add yours