গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২০২১ সালে অস্ট্রেলিয়া মাস্টারশেফের দ্বিতীয় রানারআপ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কিশোয়ার চৌধুরী। প্রধানমন্ত্রীকে নিজের হাতে তৈরি করা খাবারও খাইয়েছেন তিনি।
বুধবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি আপলোড করে এ তথ্য জানান কিশোয়ার চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে আমন্ত্রিত হওয়া এবং তাকে নিজের তৈরি খাবার খাওয়ানোর অপরিসীম সৌভাগ্য হয়েছে আমার। প্রথমে আমি ভেবেছিলাম আমাদের ছোট একটি সাক্ষাৎ হবে। কিন্তু আমাদের এ সাক্ষাৎ দীর্ঘ আলাপচারিতায় রূপ নেয়। কয়েক কাপ চায়ের সাথে টুঙ্গিপাড়ার রসগোল্লা এবং মুখশলা পিঠা নিয়ে আলোচনা হয়।’
তিনি লেখেন, ‘খাবার ভাগাভাগি করা, ঐতিহ্যের পারিবারিক রেসিপি শেখা এবং দুই বোনের কাছ থেকে ইতিহাসের গল্প শোনার দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। এতকিছুর মধ্যেও তারা পরিবার, খাবার এবং ঐতিহ্য ধরে রেখেছে – এটা সত্যিই দারুণ।’
ফিরে আসার সময় প্রধানমন্ত্রী ধান, সরিষা ক্ষেতের মধু, তিলের তেল এবং ঘরে তৈরি ‘ঘি’ উপহার দিয়েছেন বলে জানান কিশোয়ার। তিনি লেখেন, ফেরার সময় প্রধানমন্ত্রী আমাকে বলেন, ‘আমাদের মেয়েদের এত ভালো করতে দেখা সব সময়ই গর্বের।’
+ There are no comments
Add yours