ভারত থেকে ট্রেনে জয়পুরহাটে এলো ২৭৫০ টন চিটাগুড়

Estimated read time 0 min read
Ad1

ভারত থেকে আমদানি করা ২ হাজার ৭৫০ মেট্রিক টন চিটাগুড়ের চালান রেলপথে জয়পুরহাট রেলস্টশনে এসে পৌঁছেছে।

গতকাল (২০ জানুয়ারি) ভারতের হরিয়ানা থেকে ছেড়ে আসা চিটাগুড় বহনকারী একটি পণ্যবাহী ট্রেন বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। এরপর জয়পুরহাট রেলস্টেশনে এসে পৌঁছায়।

এসব চিটাগুড় আমদানি করেছেন জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক নামে একটি প্রতিষ্ঠানের মালিক আনোয়ারুল হক। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান।

মেসার্স আনোয়ারুল হক নামে ওই প্রতিষ্ঠানের ইনচার্জ রাফিউল রহমান বলেন, শুক্রবার ভারত থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) জয়পুরহাট রেলস্টেশনে এসে পৌঁছে। আরও ১০টি ট্যাংক আসবে। ট্যাংক থেকে চিটাগুড় আনলোড করা হচ্ছে। ৫০টি ট্যাংকে ২ হাজার ৭৫০ মেট্রিক টন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে সরকার ভাড়া পেয়েছে প্রায় ২৩ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours