
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্যোগে ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টায় কলেজের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং মিলাদুন্নবী উদযাপন কমিটির আহবায়ক জনাব নাসিমুল হক’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, মিডিয়া ব্যাক্তিত্ব হজরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক (মঃজিঃআ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস এবং বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুবীর দাশ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নাতে রসূল (সা:) পরিবেশন করেন গাউসিয়া কমিটি মহসিন কলেজ শাখার নেতৃবৃন্দ। এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, স্থানীয় কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ১৬, ২০, ৩২ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজসহ বিভিন্ন থানা-ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
+ There are no comments
Add yours