
জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার কিছু নিতে আসেনি, জনগণকে দিতে এসেছে।
আজ (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আয়োজিত নৈশভোজে তিনি বলেন, ‘আমরা জনগণের সেবক। সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। এখানে আমরা কিছু নিতে আসিনি। এসেছি দিতে।’
বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে আসার পর থেকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি।’
তিনি বলেন, ‘আমাদের অগ্রযাত্রা অনেকেরই পছন্দ হবে না। বিশেষ করে যারা স্বাধীনতা চায়নি।’
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দেশ গঠন করতেই ২১০০ সালের ডেল্টা প্ল্যান নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours