২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন। এবার সেটির স্বীকৃতিও পেলেন। প্রথমবারের মতো জায়গা করে নিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।
আজ (২৪ জানুয়ারি) ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মিরাজ। বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও টাইগার এ অলরাউন্ডার।
২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জ্যাম্পা।
বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলটিতে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুজন করে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার।
+ There are no comments
Add yours