
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার বেড়িবাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃতের স্বামী নুর আলম সংবাদমাধ্যমকে বলেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। আমি বাসায় এসে জানতে পারি আমার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বাড়ির সামনে দিয়েই একটি বিদ্যুতের লাইন গিয়েছে। ওই লাইন থেকে আমার স্ত্রী সাদিয়া একটি রড দিয়ে কাপড়টি আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুর আলম বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানায়। কামরাঙ্গীরচর মাতবার বাজার বেড়িবাঁধ এলাকায় একটি ভবনের চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম।
+ There are no comments
Add yours