জামালপুরে গোপালপুর স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে পুলিশ কনস্টেবল স্বামী মাসুদের বাড়িতে মহিলা পুলিশ কনস্টেবল রুবিনা আক্তার গতকাল ২৬ জানুয়ারি বুধবার দিন থেকে অবস্থান করছেন।
একই সাথে রুবিনার উপর শারিরিক নির্যাতনের অভিযোগ,১০ লক্ষ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ উঠেছে স্বামী মাসুদ ও তার স্বজনদের বিরুদ্ধে।
পুলিশ দম্পতি উভয়েই শেরপুর সদরে দায়িত্বরত আছেন। প্রেম করে বিয়ের ৯ বছর চলে গেলেও বহু বিবাহ ও শারিরিক নির্যাতন করার দায়ে মাসুদের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন স্ত্রী রুবিনা আক্তার। মামলার পরেই শেরপুর জেলা পুলিশ মাসুদকে ক্লোজ করে পুলিশ লাইন্স পাঠায়। এমন ঘটনার পরেই রুবিনা না জানলেও নাটকীয় ভাবে খোলা তালাক দেখানো হয়।
তালাক নামা পাবার পরই রুবিনা জামালপুর সদরের গোপালপুরে ছাবুরমুর তার স্বামীর বাড়িতে স্ত্রীর অধিকার আদায়ের জন্য অবস্থান করছেন।এ বিষয়ে ভুক্তভোগী স্ত্রী রুবিনা আরো জানান মামলার তদন্তের ফলাফল জানতে এসআই আমিনুল ইসলাম কে জিজ্ঞাস করতে এস আই বলেন আমার সিনিয়র অফিসার যে রিপোর্ট দিতে বলবে আমি সেই ভাবে রিপোর্ট দিবো,মনে হচ্ছে আমার স্বামী প্রশাসন কিনে ফেলেছে। ।এ বিষয়ে শেরপুর সদর থানার এস আই আমিনুলের সাথে যোগাযোগ করা নয় নি।
এ বিষয়ে মাসুদ রানা বক্তব্য দিতে রাজি নন।
+ There are no comments
Add yours