দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষের জের ধরে দুই যুবক নিহতের ঘটনায় ৩০টি বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
গতকাল (২৬ জানুয়ারি) দুপুরে নিহত দুই যুবকের দাফন শেষ করার পর চুনিয়াপাড়া ও হঠাৎপাড়া গ্রামের ৩০ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) একেএম ওহিদুন্নবী খবর বাংলাকে বলেন, সেখানে ঘোড়াঘাট থানার পাশাপাশি ফুলবাড়ী ও বিরামপুর থানা এবং জেলা পুলিশের রিজার্ভ ফোর্স থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় বাড়িতে থাকা আসবাবপত্র, মোটরসাইকেল ও খড়ের পালা সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাদপুর-চুনিয়াপাড়া গ্রামে সংঘর্ষে দুজন যুবক নিহত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক এক নারী সহ তিনজনকে আটক করে পুলিশ।
+ There are no comments
Add yours