উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৮তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ জানুয়ারি) ‘ভরা থাক স্মৃতিসুধায়’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী মূল অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। এরপর দিনভর চলে আলোচনা, স্মৃতিচারণ, কার্য অধিবেশন ও র্যাফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি বলেন, আর্টস ফ্যাকাল্টির মধ্যে অসচ্ছল শিক্ষার্থীর পরিমাণ সবচেয়ে বেশি। আমাদের বিভাগের ১৭টি ফান্ডে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা রয়েছে। এগুলো থেকে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি দিয়ে থাকি। অ্যালামনাইয়ের ৭৫ লাখ টাকার একটি ফান্ড আছে। এটি যেন আগামীতে ১ কোটি টাকা অতিক্রম করে সেই প্রত্যাশা রাখি।
+ There are no comments
Add yours