নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া অটো রিক্সা সহ চোর সিন্ডিকেটের গডফাদার মোঃ শরীফ প্রকাশ কানা শরীফ (৪০) ও জাকের হোসেন (২৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৩০ মিনিটের সময় কুমিল্লার বুড়িচং থানার ৭নং মোকাম ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সালেকিন পেট্রোল ফার্মের সামনে থেকে চুরি হওয়া অটো রিক্সা উদ্ধার করা হয়।
এর আগে কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশ হতে চোর চক্রের সদস্য জাকির হোসেন ও আলেখারচর অভিযান চালিয়ে কানা শরীফকে আটক করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ ফেনী সদর থানার ৫নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তার বিরুদ্ধে চট্রগ্রামের মিরসরাই, দাগনভূঞা, ফেনী সহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে আসামী জাকির হোসেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি কাজী বাড়ির মৃতঃ মোহাম্মদ মাহবুবুল্লাহ মাবুলের ছেলে। তার বিরুদ্ধে ফেনীর দাগনভূঞয়া থানায় ৩টি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবত একটি চোর চক্র কোম্পানীগঞ্জ থেকে অটো রিক্সা চুরি করে মানুষদের কে সর্বস্বান্ত করে দিচ্ছে, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা কুমিল্লা মডেল থানার সহায়তায় চোর চক্রের গডফাদার শরীফ ও জাকিরকে গ্রেফতার করে পুলিশি স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি সাদেকুর রহমান।
+ There are no comments
Add yours