চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে কয়লা আসছে। ফলে ২০ দিন পর আবারও উৎপাদনে যাচ্ছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। আগামী জুনে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাবে বলে আশাবাদী প্রকল্পসংশ্লিষ্টরা।
চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়া থেকে কয়লা এলে পুনরায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালু হবে। আগামী জুনের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
এসব কাজ পরিদর্শনের জন্য শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুৎকেন্দ্রে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। প্রকল্পসংশ্লিষ্টরা তাকে বিভিন্ন প্লান্ট ঘুরিয়ে দেখান। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে এনার্জি পার্টনারশিপ বাংলাদেশের সঙ্গে উন্নয়নের সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। আমরা এ বিষয়ে আরও কাজ করব। উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে এনার্জি ভারত-বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে আমাদের পার্টনারশিপও জরুরি।
গত বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ১৭ ডিসেম্বর থেকে এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া শুরু হয়। তবে ডলার সংকটের কারণে কয়লা আনতে না পারায় উৎপাদন শুরুর এক মাস না যেতেই ১৪ জানুয়ারি বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ করা হয়।
+ There are no comments
Add yours