এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না : সাবেক খাদ্যমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

এবার নির্বাচনে না এলে বিএনপির নেতাকর্মীরাই বিএনপিকে গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

আজ (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আগামীতে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন। আর নির্বাচনকালীন সরকার থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। ২০০৬ সালে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল ২ বছর। সমস্ত রাজনীতিবিদদের হেনস্তা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এমন কোনো শ্রেণি নেই যে নির্যাতনের শিকার হয়নি। 

সাবেক খাদ্যমন্ত্রী বলেন, এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না, জুতা পায়ে হাঁটে। মোটা চালের ডিমান্ড কমে গেছে, চাহিদা কমে গেছে। রিকশাওয়ালাও সারা দিন যা ইনকাম করে তা দিয়ে চিকন চাল কিনে খেতে চায়।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, বিশেষ অতিথি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours