Breaking News
Primary Doctor's Society

চাঁদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের চার দিন পর সোহেল বেপারী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বড় পাটওয়ারী বাড়ির পেছনের জঙ্গলের পাশের একটি ড্রেনের মধ্যে মাটি খুড়ে মহদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোহেল বেপারীকে হত্যা করেছে তার বন্ধুরা। মূলত মাদক বেঁচা-কেনা নিয়ে অন্য বন্ধুদের সঙ্গে সোহেলের ঝগড়া হয়। এর জেরে তাকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখে অন্য বন্ধুরা।

নিহত সোহেল বেপারী চাঁদপুর সদর উপজেলার দোকন ঘর এলাকার  ফজলু বেপারীর ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের শাহজাহান ছেলে শাহাদাত হোসেন (৩০), নাজির হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানিয়েছেন, সোহেল বেপারী গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। এর তিন দিন পর ৫ ফেব্রুয়ারি সকালে তার স্ত্রী জোসনা বেগম চাঁদপুর মডেল থানায় একটি সারারণ ডায়েরি (জিডি) করেন।

Check Also

বাউফলে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ কিশোর গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনার সৈকত (১৪) ও সিফাত (১৪) নামের দুই কিশোরকে …

Leave a Reply

Your email address will not be published.

Primary Doctor's Society
Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.