দুই দিন না যেতেই আবারও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে চলে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার স্কোর ২৩৬।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) শীর্ষ অবস্থানে ছিল শহরটি। আর পুরো শীতকালজুড়ে অধিকাংশ সময়ই ঢাকা শীর্ষ পাঁচ দূষিত বাতাসের শহরের তালিকায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর (২৩৬) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আর সকাল ৭টায় ঢাকার স্কোর ছিল ২৫৩।
বৃহস্পতিবার বায়ু দূষণের তালিকায় ঢাকার পরই আছে পাকিস্তানের শহর লাহোর (১৮৬); তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৮৩), চতুর্থ স্থানে ভারতের আরেক শহর মুম্বাই (১৭৪); আর পঞ্চম স্থানে পোল্যান্ডের শহর ক্রাকোও (১৭৪)।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
+ There are no comments
Add yours