
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত ও ৩ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কের রাজারাম ক্ষেত্রী মুসির বাড়ি নামক এলাকায়। নিহত গরু ব্যবসায়ী এরশাদুল হক সরকার (৪৫) থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের ছোট ভাই গোড়াই পিয়ার মৌলভীপাড়া গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থলে উলিপুরগামী গরু বোঝাই নছিমন ও ইট ভর্তি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়। এছাড়াও ৩ জন গুরুত্বর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত ট্রাক্টর ও নছিমন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
উলিপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours