রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বন বিভাগের দেড় কিলোমিটার এলাকায় চার বছর বয়সী ছোট-বড় ৫৪১টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাতের মধ্যে কোন এক সময় গাছগুলো কেটে ফেলা হয়।
বন কর্মকর্তারা বলছেন, মহাসড়কের পাশে পথচারীদের জন্য হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা তৈরিতে খননকাজে নিয়োজিত স্কেভেটর চালকের হুকুমে স্থানীয়রা এসব গাছ কেটে নেয়। তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সরেজমিনে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে দেখা যায়, মহাসড়কের পূর্ব পাশের ওই অংশে সমস্ত গাছ গোড়া থেকে কাটা। বন বিভাগের লোকজন কাটা গাছের তল্লাশি করছেন। সড়কের পাশে বিভিন্ন পেঁয়াজ, রসুন ও শর্ষে খেতের ভেতর দিয়ে গাছপালা টেনে নেওয়ায় নষ্ট হয়েছে ফসলী জমি। রেললাইনের পাশে অবস্থিত বিভিন্ন বাড়ির পিছনের ঝোপঝাড়ে কাটা গাছ লুকিয়ে রাখা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে সামাজিক বনায়ন প্রকল্পের বৃক্ষরোপন তহবিল থেকে বাংলাদেশ হ্যাচারি থেকে রেলগেট পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪ হাজার চারা গাছ রোপণ করা হয়। এর মধ্যে মিশু, মেহগনি,সেগুন, চিকরাশি, আকাশি গাছ রয়েছে।
গোয়ালন্দ উপজেলার বন কর্মকর্তা (ফরেস্টার) মো. মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তাকে সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগী সমিতির লোকজন গাছ কাটার কথা জানান। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব পাশে বাফার সারের গোডাউনের পর থেকে কেকেএস সেফহোম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকার রোপণকৃত সমস্ত গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
+ There are no comments
Add yours